প্রতিবেদন : রাজ্যসভার জন্য সোমবার মনোনয়ন জমা দিলেন লুইজিনহ ফালেরিও। এদিন সকাল ১১.৪৫ এ গোয়ার তৃণমূল কংগ্রেস নেতা যতীশ নায়েককে সঙ্গে নিয়ে বিধানসভায় আসেন ফালেরিও। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর ঘরে দীর্ঘ সময় ধরে মনোনয়নের কাগজপত্র খুঁটিয়ে দেখে নেন। তাঁকে সাহায্য করেন পার্থ চট্টোপাধ্যায় সহ মুখ্য সচেতক নির্মল ঘোষ ও সহকারি মুখ্যসচেতক তাপস রায়।
বেলা ২.৩০ টেয় মনোয়নয়ন জমা দিতে লুই ফালেরিওকে সঙ্গে নিয়ে যান নির্মল ঘোষ ও তাপস রায়। রাজ্যসভায় ফালেরিওর জয় সুনিশ্চিত। মনোনয়ন পেশ করে বলেন, আমার দলের হয়ে রাজ্যসভায় আমি মানুষের কথা তুলে ধরব।
আরও পড়ুন : AITC Tripura : তৃণমূল কংগ্রেসের পোস্টার বিকৃতি, প্রতিবাদ দলের
বিজেপির শাসনে গোয়ার কি অবস্থা তা সবাই জানতে পারবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার জন্য আমায় নির্বাচিত করে আসলে গোয়ার মানুষের প্রতি যে আস্থা দেখালেন এর ফলে গোয়ায় সার্বিকভাবে একটা সদর্থক বার্তা গেল।
পরিষদিয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, মঙ্গলবার মনোনয়ন দেওয়ার শেষ দিন। আমরা নিশ্চিত লুইজিনহ ফালেরিও জিতছেন। এর ফলে গোয়ায় তৃনমূল কংগ্রেস আরও শক্তিশালি হবে। ফালেরিওর মতো মানুষেররা আরও বেশি করে দলে আসবেন এবং তাঁদের দেখে আরও অনেকেই গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।