বুধবার সাতসকালেই শহরে বেপরোয়া গতির দৌরাত্ম। রেসকোর্সের (Race Course) সামনে দুর্ঘটনার সম্মুখীন বিলাসবহুল গাড়ি। একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল বিলাসবহুল চারচাকা। গাড়িটিতে মহারাষ্ট্রের নম্বর প্লেট রয়েছে বলে জানা গেছে। পিটিএস মোড় থেকে ময়দানে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ফেরারি গাড়িটি রেসকোর্সের সামনে এসে সজোরে ধাক্কা দেয় দুই মহিলা সাফাইকর্মীকে। তারপরেই রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে গাড়িটি ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে উল্টে যায়।চালক এবং সওয়ারিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। দুই সাফাই কর্মীকেও উদ্ধার করে পুলিশ এবং এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-কাল মাঠে লোবেরা, আনোয়ার নিয়ে স্বস্তি
সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন বাবা ও ছেলে। যদিও তাঁদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে কিছু বোঝার আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হবে। ফেরারিটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, জানার জন্য ওই এলাকায় সমস্ত সিসিটিভি ফুটেজ় খতিয়ে দেখা হবে।

