পুণের পোর্শেকাণ্ডের ছায়া এবার রাজধানীতে। বুধবার মধ্যরাতে দক্ষিণ-পশ্চিম দিল্লির (Delhi) বসন্ত বিহারে একটি অডির ধাক্কায় গুরুতর আহত পাঁচ জন। আহতদের মধ্যে রয়েছে এক জন আট বছরের শিশুও। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ফুটপাতে ঘুমচ্ছিলেন গোটা পরিবার। হঠাৎ করেই দ্রুতগতি একটি বিলাসবহুল গাড়ি এসে পিষে দিয়ে চলে যায়। ওই অডির চালককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তিনি এক জন ব্যবসায়ী। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। উৎসব শেখর নামে এই ব্যক্তি নয়ডা থেকে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বসন্ত বিহারে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে তুলে দেন। ঘুমন্ত কয়েক জনের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যান তিনি। এরপরেই কিছু দূরে রাস্তার পাশের দাঁড় করানো একটি ট্রাকে ধাক্কা মারেন। আর ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উল্টে যায় অডিটি।
আরও পড়ুন-প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও
ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যাওয়ার পর ব্যক্তিকে আটক করা হয়। তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার সময় উৎসব মত্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন দিল্লি পুলিশের ডিএসপি (দক্ষিণ-পশ্চিম) অমিত গয়ালের। ৯ জুলাই রাত ১:৪৫ নাগাদ এই ঘটনা ঘটে এবং পরে চালককে গ্রেফতার করা হয়। ৪০ বছর বয়সী উৎসব শেখর নামের ওই চালকের মেডিকেল রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে গাড়ি চালানোর সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। নিহতরা হলেন- ৪০ বছর বয়সী লাধি, তাঁর আট বছরের মেয়ে বিমলা, ৪৫ বছর বয়সী স্বামী সাবামি (ওরফে চিরমা), ৪৫ বছর বয়সী রাম চন্দর এবং ৩৫ বছর বয়সী স্ত্রী নারায়ণী।
আরও পড়ুন-ডিজ়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, তামিলনাড়ুতে মালগাড়িতে ভয়াবহ আগুন
অন্যদিকে আহতদের চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয়েরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁদের। আহতেরা সকলেই একই পরিবারের সদস্য যাদের বাড়ি রাজস্থানে। দুর্ঘটনার সময় সকলে মুনির-কা ফ্লাইওভারের কাছে শিব ক্যাম্প এলাকায় ঘুমচ্ছিলেন। দিনমজুরের কাজ করতে রাজস্থান থেকে দিল্লি এসেছিলেন বলে পুলিশের তরফে খবর। গোটা ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত উৎসব শেখরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।