প্রতিবেদন : তিলোত্তমা কলকাতার সৌন্দর্য তারিয়ে তারিয়ে উপভোগ করতে গঙ্গাবক্ষে প্রমোদ ভ্রমণের আয়োজন করল আইআরসিটিসি। ভারতীয় রেলের সহযোগী সংস্থার দাবি, গঙ্গাবক্ষে সিটি অফ জয় কলকাতার এমন কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখানো হবে যা আপনারা আগে সেভাবে দেখেননি। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতা তার স্থাপত্যশৈলী, সমৃদ্ধ আর্ট গ্যালারি, প্রাণবন্ত সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত। এই ট্যুরিজম প্যাকেজের নাম দেওয়া হয়েছে অন্তর সূত্র রিভার ক্রুজ প্যাকেজ।
এই প্যাকেজে পশ্চিমবঙ্গের কলকাতা, ফুলিয়া, বাঁশবেড়িয়া, চন্দননগরের মতো শহর অন্তর্ভুক্ত। প্রত্যেকটি জায়গাই প্রাচীন ঐতিহ্য বহন করে। এবং বাংলার প্রাচীন শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ। আইআরসিটি ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, বিলাসবহুল এই ক্রুজের একজনের থাকার জন্য ভাড়া পড়বে ৫৫,১২৫ টাকা, দু’জনের কেবিনের জন্য পড়বে ৩১,৫০০ টাকা। তবে ৫-১২ বছরের শিশুদের জন্য অতিরিক্ত দিতে হবে ১৫,৭৫০ টাকা করে। এর সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে। গোটা প্যাকেজটি দুই রাত-তিনদিনের। আইআরসিটিসি জানিয়েছে, এই ক্রুজ প্যাকেজের মূল্যে ধরা আছে সমস্ত খরচ। যেমন, থাকা, খাওয়া, পুরো ভ্রমণে মিনারেল ওয়াটার, গাইড, সমস্ত দর্শনীয় স্থানের প্রবেশমূল্য এবং স্টিল ক্যামেরার চার্জ। এছাড়াও স্থানীয় ভ্রমণের জন্য যানবাহনের খরচও ধরা রয়েছে মূল ভাড়ায়। ফলে একবার বুকিং করলে আর সেরকম কোনও খরচ নেই। ক্রুজটি ছাড়বে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের জেটি থেকে।
আরও পড়ুন-নতুন ছন্দে বিজয়া বৈঠক
আইআরসিটিসি জানিয়েছে তাদের অন্তর সূত্র রিভার ক্রুজ প্যাকেজের দিনক্ষণ। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে ভ্রমণ। এরপর ২৬ নভেম্বর, ১৭ ও ২৪ ডিসেম্বর, ২০২১। এরপর ৭ ও ১৪ জানুয়ারি, ১৪ ও ১৮ ফেব্রুয়ারি, ৪ ও ২৫ মার্চ, ২০২২ এই প্যাকেজে ঘোরানো হবে যাত্রীদের। আইআরসিটি সূত্রে খবর, মূলত বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এই প্যাকেজ ট্যুরটি সাজানো হয়েছে।