পানাজি : অসুস্থ শরীরেও গোয়ার ক্ষমতা ধরে রাখতে দলের সর্বসেরা বাজি ছিলেন প্রয়াত মনোহর পারিক্কর। কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে সরিয়ে তাঁকে গোয়ার মুখ্যমন্ত্রী না করলে রাজ্যে সরকার গঠন করতে পারত না বিজেপি। গোয়ার সর্বজনশ্রদ্ধেয় পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রিয় নেতাকে আমৃত্যু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার পর এখন তাঁর পরিবারকে কার্যত ছুড়ে ফেলে দিল গেরুয়া শিবির। প্রার্থী তালিকায় নাম নেই মনোহর-পুত্র উৎপল পারিক্করের (Utpal Parrikar)। অথচ পানাজিতে টিকিট পাওয়ার আশ্বাস পেয়ে বাবার স্মৃতিবিজড়িত কেন্দ্রে রীতিমতো জনসংযোগ শুরু করে দিয়েছিলেন তিনি (Utpal Parrikar)। তারপরেও তাঁকে টিকিট দিল না বিজেপি। এরপরই ক্ষোভ উগরে দেন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ছেলে উৎপল। জানিয়ে দিয়েছেন, খুব দ্রুত বিকল্প সিদ্ধান্ত নেবেন। এদিকে গোয়াবাসীর কাছে মনোহর পারিক্করের আবেগ উসকে দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি আপ। টিকিট না পেয়ে উৎপল বিদ্রোহী হতেই প্রয়াত মনোহরের স্মৃতিচারণ করে তাঁর পুত্রকে আপে যোগদানের আহ্বান জানিয়েছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল। ট্যুইট করে তিনি বলেন, গোয়াবাসী খুব দুঃখিত বিজেপি পারিকর পরিবারের সঙ্গেও ‘ইউজ অ্যান্ড থ্রো’ পলিসি গ্রহণ করল।
আরও পড়ুন-পর্দায় পুতুলনাচের ইতিকথা
পানাজি বিধানসভা কেন্দ্রে থেকে আতানাসিও মনসেরাতেকে বিজেপির টিকিট দেওয়ার ইঙ্গিত পেয়ে আগেই তিনি বলেছিলেন, গোয়ায় বর্তমানে যে ধরনের রাজনীতি চলছে আমি তা সহ্য করতে পারছি না। এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। দলের কাছে কি সততা, চরিত্রের কোনও দাম নেই? একজন অপরাধীকে টিকিট দেওয়া হচ্ছে দেখেও শান্তভাবে বসে থাকতে হবে? বৃহস্পতিবার পানাজি বিধানসভা থেকে টিকিট না পেয়ে পেশায় ইঞ্জিনিয়ার উৎপল পারিক্কর সাংবাদিকদের বলেন, আমি আমার সিদ্ধান্ত দ্রুত জানিয়ে দেব। এদিনই গোয়া বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। ৪০টি আসনের মধ্যে ৩৪টিতে নামের তালিকা এদিন প্রকাশিত হয়েছে। গোয়ায় নির্বাচনের দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়নবিশ তালিকা প্রকাশ করেন।