রোগীর আত্মীয়দের জন্য মা ক্যান্টিন

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সঙ্গে আসা আত্মীয়দের জন্য চালু হচ্ছে মা ক্যান্টিন। যেখানে পাঁচ টাকায় ডিম-ভাত পাবেন তাঁরা।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিষেবা উন্নয়ন ও পরিচ্ছন্নতার কাজে নেমে পড়ল পুরুলিয়া পুরসভা। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সঙ্গে আসা আত্মীয়দের জন্য চালু হচ্ছে মা ক্যান্টিন। যেখানে পাঁচ টাকায় ডিম-ভাত পাবেন তাঁরা। এছাড়া হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একগুচ্ছ কাজ হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-জিম্বাবোয়ে সফরে নেতা শিখর, দলে ফিরলেন চাহার

শনিবার হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে পরিকল্পনাগুলির কথা জানালেন পুরপ্রধান নবেন্দু মাহালি। তিনি বলেন, ‘এই হাসপাতালের বাইরে পাঁচিল ঘিরে অনেক অবৈধ ভাবে তৈরি দোকান গজিয়ে উঠেছে। দোকানগুলি সরিয়ে ওখানে রোগীর পরিজনদের জন্য টু হুইলার গাড়ির স্ট্যান্ড হবে। হাসপাতাল চত্বরে প্রাইভেট অ্যাম্বুলেন্সকে ভিড় করতে দেওয়া হবে না। তাদের বাইরে রেড ক্রশ রোডে থাকতে হবে। শনিবার থেকেই এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে।’ পুরপ্রধান আরও বলেন, ‘হাসপাতাল চত্বরের আবর্জনা, নিকাশি-নালা নিয়মিত সাফাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।’ পুলিশকে সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানান পুরপ্রধান।

Latest article