সংবাদদাতা, আসানসোল : শনিবার আসানসোল জেলা হাসপাতাল চত্বরে সূচনা হল রাজ্য সরকারের প্রকল্প মা ক্যান্টিনের। উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক। ছিলেন হাসপাতাল সুপার ডাঃ নিখিলচন্দ্র দাস, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং কাউন্সিলর কল্যাণী রায়-সহ অনেকেই। উদ্বোধনে এসে মন্ত্রী মলয় ঘটক সমস্ত অতিথির পাশাপাশি ক্যান্টিনে প্রথম দিন খেতে আসা সাধারণ মানুষের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারেন ভাত, ডাল, পাঁচমিশালি তরকারি ও সিদ্ধ ডিম দিয়ে। ক্যান্টিনে খেতে আসা মানুষকে নিজের হাতে খাবারও পরিবেশন করেন মন্ত্রী।
আরও পড়ুন-বিষ্ণুপুরের মুকুটে নয়া পালক মতিচুরের জিআই স্বীকৃতি
তিনি বলেন, মুখ্যমন্ত্রী দুঃস্থ মানুষের জন্য সারা রাজ্য জুড়ে মাত্র পাঁচ টাকায় একবেলা পেট ভরে খাবারের আয়োজন করেছেন। আসানসোল জেলা হাসপাতালে পার্শ্ববর্তী জেলা, এমনকী ভিনরাজ্যের বহু মানুষকে চিকিৎসার জন্য নিয়ে আসেন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের লোকজন। হাসপাতালে ভর্তি করার পর অর্থের অভাবে নিজেরা খিদে মেটাতে পারেন না। এবার থেকে এই ক্যান্টিন তাঁদের রোজ একবেলার খিদে মেটাবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সৌজন্যে। সুপার নিখিলচন্দ্র দাস বলেন, এমনিতেই সরকারি হাসপাতালে ক্যান্টিন থাকে। কিন্তু অনেকেই ন্যূনতম মূল্যও ব্যয় করতে পারেন না। তাঁদের সমস্যা মেটাবে মা ক্যান্টিন। এর আগেই রোগীর পরিজনদের জন্য রাত্রিযাপন কেন্দ্র করা হয়েছে। এবার ক্যান্টিনে গড়ে রোজ ৩০০ জন খাবারও পাবেন।