‘মা ক্যান্টিন’ চালু এবার হাওড়া জেলা হাসপাতালে

কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে, কেউ যাতে অনাহারে না থাকে, সেই উদ্দেশ্যে ‘মা ক্যান্টিন’ চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, হাওড়া : কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে, কেউ যাতে অনাহারে না থাকে, সেই উদ্দেশ্যে ‘মা ক্যান্টিন’ চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতার পাশাপাশি সেই ক্যান্টিন হাওড়া পুর এলাকাতেও চালু হয়েছিল। এবার ‍‘মা ক্যান্টিনে’র সংখ্যা বৃদ্ধি হতে চলেছে হাওড়ায়। হাওড়া পুরনিগমের নগর জীবিকা মিশনের সহায়তায় এই নতুন ক্যান্টিন হাওড়া জেলা হাসপাতালে চালু করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘মা ক্যান্টিন’ পথচলা শুরু করছে হাওড়া পুরসভার নগর জীবিকা মিশনের (এনইউএলএম) সহযোগিতায়।

আরও পড়ুন-কোচ দ্রাবিড়কে পেতে ঝাঁপাল রাজস্থান

এর জন্য প্রয়োজনীয় জায়গাও চিহ্নিত হয়ে গেছে। হাওড়ার পুরসভার আধিকারিকরা একাধিকবার এলাকা পরিদর্শনও করেছেন। এবিষয়ে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, এনইউএলএম দফতরের পক্ষ থেকে ‘মা ক্যান্টিন’ চালু হচ্ছে হাওড়া জেলা হাসপাতালে। যেখানে খুবই সস্তায় খাবার পাবেন হাসপাতালে আসা রোগীর পরিবার-সহ সাধারণ মানুষ সকলেই। এদিন হাওড়া পুরসভায় এই বিষয়ে পদস্থ আধিকারিকদের নিয়ে এক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকেই ঠিক হয়েছে খুব শীঘ্রই হাওড়া জেলা হাসপাতালে এই মা ক্যান্টিন চালু করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পকে সার্থক রূপ দিতেই এই প্রয়াস বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। পুরসভার এই উদ্যোগে বেজায় খুশি হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিবারের লোকজনেরা। খুশি সাধারণ মানুষও।

Latest article