রিতিশা সরকার, শিলিগুড়ি: গ্রাম বাংলার চিত্রের মাধ্যমে ঐতিহ্যে খোঁজার চেষ্টা। তাই শিলিগুড়ির কলেজপাড়া পুজো কমিটির ৭২তম বর্ষে এবারের থিম ‘ঐতিহ্যের সন্ধানে’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে প্রতিমা। মা দুর্গা এখানে গ্রামের বধূ। ভাবনা শিল্পী নবীন দাসের। ইতিমধ্যে নবীন দেশের বিভিন্ন জায়গায় খ্যাতি অর্জন করেছে। তাই তার উপরেই ভরসা করে গত দুমাস ধরে মণ্ডপ তৈরির কাজ শুরু করেছিল। চারুকলা বিভাগের পড়ুয়ারা পুজো মণ্ডপ তৈরির কাজ করছেন।
আরও পড়ুন-‘সাঁঝবাতি’র প্রবীণদের নিয়ে পুজো পরিক্রমা
গ্রাম-বাংলার সম্পূর্ণ রূপ তুলে ধরতে যুদ্ধকালীন পরিস্থিতিতে পুজো মণ্ডপের কাজ সম্পূর্ণ করেছেন নবীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ পাড়ার এই পুজোর উদ্বোধন করবেন। কলেজ পাড়ার এই পুজো বরাবরই শিলিগুড়ির মহানগরী গৌতম দেবের পুজো বলেই পরিচিত। তাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ও ওয়ার্ডের কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান মিলি সিনহা। হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার জনজীবনকেই ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। ঐতিহ্যের স্মৃতিগুলোকে মনের মাঝে দোলা দিতেই পুজো মণ্ডপে ব্যবহার হয়েছে ঘরের চালাক গরুর গাড়ি-সহ কুঁড়েঘর মাটির কলসি কাগজের নৌকা-সহ গ্রাম-বাংলার নানা বৈচিত্র।
আরও পড়ুন-আজ বোধন বাংলা জুড়ে উৎসব
এখনো গ্রাম-বাংলায় দেখা যায় মাটির দেওয়ালে মহিলারা আলপনা আঁকে ঠিক তেমনি ভাবেই কুঁড়ে ঘরের দেয়ালে আলপনায় ভরিয়ে তুলেছে চারুকলার নব্যশিল্পীরা। পুজোমণ্ডপ নয় কলেজ পড়ার পুজোতে দেবী দুর্গাকে গ্রাম-বাংলার সাধারণ নারীর রূপে প্রতিষ্ঠিত করেছে। শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের পুজো এটা। দীর্ঘ কয়েক মাস ধরেই পুজো কমিটির সম্পাদক তনুৎ সিংহ ও কোষাধ্যক্ষ সায়ন চৌধুরি-সহ সোমনাথ মৌলিকরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাঁরা বলেন, শহরের বুকে একটুকরো গ্রাম-বাংলা সকলের পছন্দ হবে এই আশা রাখি।