প্রতিবেদন : রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতার মা উড়ালপুলের ওপর দিয়ে সোমবার থেকে টানা ১৯ দিন রাত্রিকালীন গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। কাজ শুরু হওয়ার পর থেকে ১৯ দিনের জন্য রাতে সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওই উড়ালপুল বন্ধ রাখার কথা প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে দিনের বেলা স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করবে। এই সময়ে মা উড়ালপুল ব্যবহারকারীরা ভুল করে যাতে চলে না আসেন, সে কারণে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন-বন্ধ থাকছে চক্র
বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ বোর্ড লাগানো হবে। রাতে কাজের জন্য উড়ালপুল বন্ধ থাকলেও সকালে যাতে যানচলাচলে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। উড়ালপুল বন্ধ থাকার জন্য যাতে কোনওরকমের যানজট সৃষ্টি না হয় তার জন্য গাড়িগুলিকে রবীন্দ্রসদন, মিন্টো পার্ক, থিয়েটার রোড, সায়েন্স সিটির দিকে ঘুরিয়ে দেওয়া হবে। রাস্তায় যানজট যাতে না হয় তার জন্য অতিরিক্ত সার্জেন্ট নামানো হবে বলেও লালবাজার সূত্রের খবর।
আরও পড়ুন-লখিমপুর মামলা
পাশাপাশি গোটা ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মা উড়ালপুলটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ওই কাজের জন্যই রাতে উড়ালপুল বন্ধ রাখা হবে।