রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে এক মাসের জন্য রাতে সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল (maa flyover)। বিকল্প রাস্তার কথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। চলতি বছরের শুরুতে জানুয়ারি ও মার্চ মাসেও দফায় দফায় রাতে এই ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- লাহোরে বিমানবন্দরে আগুন! বাতিল সব উড়ান
মা ফ্লাইওভার (maa flyover) বন্ধ থাকায় যাতে ট্রাফিক সংক্রান্ত সমস্যা না হয় সেই কারণে বিকল্প কিছু রাস্তার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে যে গাড়িগুলি উড়ালপুল দিয়ে শহরের পশ্চিম দিকে চলাচল করত, সেগুলো আগামী এক মাস পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার হয়ে যাবে। রাতে এমনিতে গাড়ির সংখ্যা কম থাকায় খুব একটা বেশি সমস্যা হবে না বলে মনে করছে ট্রাফিক পুলিশ বিভাগ।