বুধবার রাত থেকে বন্ধ থাকবে মা উড়ালপুল

নির্দেশিকা অনুযায়ী, উড়ালপুলে গাড়ি থামিয়ে ঝগড়া করা যাবেনা বা উড়ালপুলের ওপর গাড়ি খারাপ হয়ে গেলে দিতে হবে ৫ হাজার টাকা জরিমানা।

Must read

মেরামতির জন্য আজ থেকে রাতে বন্ধ থাকছে মা উড়ালপুল (Maa Flyover)। কিছুদিন আগেই মা উড়ালপুল নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ (Kolkata police)। নির্দেশিকা অনুযায়ী, উড়ালপুলে গাড়ি থামিয়ে ঝগড়া করা যাবেনা বা উড়ালপুলের ওপর গাড়ি খারাপ হয়ে গেলে দিতে হবে ৫ হাজার টাকা জরিমানা। এবার কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সল্টলেক এবং পূর্ব কলকাতা থেকে আসা মা উড়ালপুলমুখী গাড়িগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। এজেসি বোস রোড উড়ালপুল থেকে আসা গাড়িগুলিকে অন্য রুটে চালানো হবে।

আরও পড়ুন-বিনেশকে ভারতরত্ন দেওয়া অথবা রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার আসনে বসানো উচিত, দাবি তুললেন অভিষেক

ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, মা উড়ালপুলের রাস্তা মেরামত, ভারবহন ক্ষমতা এবং বেশ কিছু বিষয় নিয়ে কাজ করা হবে। বৈদ্যুতিক বাতিস্তম্ভ, সিসিটিভি ও স্পিড মিটার রক্ষণাবেক্ষণের বিষয়টি দেখা হবে ও রং করা হবে। তাই আজ রাত থেকেই উড়ালপুলে গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। জানা গিয়েছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন রাতে বন্ধ থাকবে এই ‘‌মা উড়ালপুল’‌। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল। আজ রাত থেকেই কার্যকর হবে এই নিয়ম। যদিও এজেসি বোস রোড উড়ালপুল খোলা থাকছে। ইএম বাইপাস থেকে আসা গাড়ি ৪ নম্বর ব্রিজ হয়ে সেভেন পয়েন্ট হয়ে পার্কসার্কাস থেকে এজেসি বোস রোড উড়ালপুল ধরে আসতে পারবে। পূর্ব কলকাতা এবং সল্টলেক থেকে আসা গাড়িগুলিকে ইএম বাইপাস, নিউ পার্ক স্ট্রিট, পিসি কানেক্টর, পরমা আইল্যান্ড, ৪ নম্বর ব্রিজ, আমির আলি অ্যাভিনিউ দিয়ে ঘোরানো হবে।

Latest article