প্রতিবেদন : যমজনগরী হাওড়াতেও শক্তি আরাধনার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যশালী মন্দির থেকে শুরু করে সাবেক বারোয়ারি— সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়। তবে অবশ্যই কোভিড বিধি মেনে। শিবপুরের প্রাচীন মন্দির হাজারহাত কালীবাড়িতে ভিড় নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া প্রাইভেট সিকিউরিটি এজেন্সিকে। কথিত আছে, এখানে মাটি ফুঁড়ে আবির্ভূত হয়েছিলেন হাজারহাত কালী মা। কেউ বলেন, একসময় ডাকাতরা এই মন্দিরে উপাসনা করতে আসত।
আরও পড়ুন-চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো
তবে তা নিয়ে দ্বিমত আছে। বেলুড় মঠেও পূজো হয়েছে শাস্ত্রবিধি মেনে। কালীবাবুর বাজারের সিদ্ধেশ্বরী কালীতলা এবং শিবপুর বাজারের কাছে ব্রহ্মময়ী কালীতলায় এদিন পুজো চলে সারাদিন ধরেই। কোভিড-সন্ত্রাসের কারণে নামীদামি বারোয়ারি পুজোগুলিতে এবারে স্বাভাবিকভাবেই বাজেটে কাটছাঁট হয়েছে। ফলে আলোর রোশনাইও যেন আগের তুলনায় কিছুটা ম্লান। তবে কদমতলার বিজলি বালক সঙ্ঘ, স্টুডেন্টস অ্যাথলেটিক ক্লাব, অগ্রগামী বালক সঙ্ঘ,দক্ষিণ ব্যাঁটরা এবারেও নজর কেড়েছে। উত্তর থেকে দক্ষিণ হাওড়া— ভেসেছে দীপাবলির আনন্দে।