গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন এবং সাধারণ মানুষ বাঁচানো দরকার। সেই কারণে আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গাজাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্স প্যালেস্তাইনকে (Palestine) রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা বলতেই ক্ষোভ প্রকাশ করেছে ইজরায়েল এবং আমেরিকা।
আরও পড়ুন: রাজস্থানে স্কুল ভেঙে বাড়ছে মৃতের সংখ্যা, ধ্বংসস্তূপের তলায় আটকে ৬০
২০২৩ সালে ইজরাইল হামলা চালিয়েছিল প্যালেস্তাইনে (Palestine)। কিন্তু গত কয়েকমাস ইজরায়েলি সেনা যেভাবে হামলা চালিয়েছে গাজায় তাতে বিরক্ত ফরাসি প্রেসিডেন্ট। তাই এবার তাঁর সিদ্ধান্ত, আমজনতার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। অবিলম্বে যুদ্ধ থামিয়ে পণবন্দিদের উদ্ধার করে ত্রাণ পৌঁছে দিতে হবে গাজায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ম্যাক্রোঁ দাবি করেছেন, “মধ্যপ্রাচ্যে শান্তি ফিরুক, চায় ফ্রান্সের জনতা।” পশ্চিম ইউরোপের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি মুসলিম রয়েছে ফ্রান্সে। ফলে গাজা-সহ মধ্যপ্রাচ্যের একাধিক ইস্যুতে ফ্রান্সে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিও হয়ে থাকে। এবার কি সেই বিষয়টি মাথায় রেখেই প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে চাইছেন ফরাসি প্রেসিডেন্ট?
এরপরই ম্যাক্রোঁকে তীব্র আক্রমণ করেছে ইজরায়েল এবং আমেরিকা। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও বলেন, হামাসের হয়ে কথা বলছে ফ্রান্স। তাদের এই সিদ্ধান্ত শান্তিস্থাপনের পক্ষে ক্ষতিকর। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বলেছেন, এই পদক্ষেপ ইরানি ছায়াযুদ্ধের অস্ত্র।