প্রতিবেদন :ভবানীপুর তার মেয়েকেই চায়। ভারতও তার মেয়েকেই চায়। ভবানীপুর উপনির্বাচনকে সামনে রেখে সারা ভারতে মমতার আবাহনী গাইলেন ভবানীপুরের ঘরের ছেলে মদন মিত্র। এলাকার মহিলাদের সঙ্গে শঙ্খ-ঘন্টা ও মহিলা ঢাকিদের সঙ্গে ঢাক বাজিয়ে মহাপ্রচার করলেন ভবানীপুরের ছেলে। গেলেন মানুষের দুয়ারে দুয়ারে।
আরও পড়ুন :অভিষেকের কর্মসূচি স্থগিত, কোর্টেই হবে চ্যালেঞ্জ
সব মিলিয়ে অভিনব ভোট প্রচারে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নিজের পাড়ায় নিজের গানের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নামলেন ভবানীপুরের ঘরের ছেলে। আর সেই সঙ্গে রিলিজ হল মদন মিত্রের নিজের গাওয়া গান। পিতৃপক্ষের অবসানে মাতৃ পক্ষের আবহনী গান। ভবানীপুর নিজের মেয়েকে চাই। ভারত তার মেয়েকেই চাই। এই গানের মধ্য দিয়ে যেন আসমুদ্রহিমাচল এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবহনীর সূচনা হল। মহিলা ঢাকিদের ঢাকের তালে উৎসব এবং নির্বাচনী প্রচার একাকার হয়ে যায়। কালারফুল বয়য়ের কালারফুল অনুষ্ঠান অন্যমাত্রা এনে দেয় নির্বাচনী প্রচারকে। মদন মিত্র বলেন ভবানীপুরে এবারের ভোটের ফলাফলে এমন ইতিহাস রচনা হবে যা সারা পৃথিবী মনে রাখবে!