বিজেপি নেতাকে ছড়ার হুল মদনের

বসন্তের নীলকপি

Must read

বসন্তের নীলকপি
সবাই তো কবি নয়, কেউ কেউ কবি
ছন্দ থাক-নাই থাক তবু কবি হবি!

জীবনানন্দ ছিলেন মন্দ বলেছেন ভুল
মোদির চ্যালা কবি সেজে দেয় ঢপ গুল!

আরও পড়ুন-হাসপাতাল থেকে সুস্থ সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন বিপন্মুক্ত মা, রাজ্যে প্রথম বিরল অস্ত্রোপচারে সাফল্য

আসলে
কেউ কেউ কবি নয়, সকলেই কপি
কেউ কেউ কবি নয়, সকলেই কপি
ভুল কবি ফুল কপি কিংবা নীল কপি,

দলে আছি, মারি মাছি, কী করি কী করি
ঘরে বসে রং মেখে দু’লাইন পড়ি!

দলে আছি, মারি মাছি, কী করি কী করি
ভোট আসছে হারব আবার
হরি বোল হরি!

কবির কথায় মন জুড়ায়
আর কপিতে পেট গরম
নীলকপি তো বিষে ভরা
নিমকহারাম চরম!

শীতকালে ফুলকপি হয় বসন্তে নীল কপি
তৃণমূলে তো আর নিল না এবার হব বিলোপই,

ও গিরগিটি
ছবি ছেড়ে সভা ছেড়ে
কবে কবি হলি
দিল্লি বললে নাচবি পরে ঘাগড়া লাহেঙ্গা চোলি!

ভুল কবি গুল কবি কবি গিরগিটি
গেরুয়া প্রেসার কুকার মারে খালি সিটি!

Latest article