অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। পায়ে সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পর্দার চারুলতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে অনুরাগীদের মনে। অভিনেত্রীর পরিবার সূত্রে খবর গত ২১ জুন সেলুলাইটিসের চিকিৎসা করাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। জেনারেল ওয়ার্ডে থাকাকালীন অবস্থার অবনতি হয় তাঁর। সেই কারণেই ক্রিটিক্যাল ইউনিটে স্থানান্তর করা হয় তাঁকে। তবে আপাতত তিনি সংকটমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন- ভোট পরবর্তীতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নবান্নে সিআরপিএফ-বিএসএফ-মুখ্যসচিব বৈঠক
অশীতিপর অভিনেত্রী বেশ কিছুদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন। আচমকাই বর্ষীয়ান মাধবী মুখোপাধ্যায়ের (Madhabi Mukherjee) দুই পা জুড়ে ব়্যাশ দেখে চিন্তায় পড়েছিলেন তাঁর পরিবারের লোকেরা। পরীক্ষা করে দেখা যায় ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণজনিত কারণেই এই সমস্যা।এর আগে গত বছর এপ্রিলে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। সেই সময় জানা যায়, দীর্ঘদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। এবারের সমস্যা অবশ্য তেমন গুরুতর নয় কারণ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ দস্তিদার জানিয়েছেন আশঙ্কাজনক অবস্থা অনেক আগেই কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। যদিও তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে আছেন কিন্তু আপাতত হাঁটাচলা খাওয়া-দাওয়া সবটাই স্বাভাবিক রয়েছে। বুধবার রাতে ঘুমের সমস্যা দেখা গেলেও বৃহস্পতিবার তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেয়ার পর তিনি আপাতত বিশ্রামে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর সব ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যেই মাধবী মুখোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হতে পারে।