নির্বাচন সামনে এলেই বিজেপির মুখে নারীশক্তির কথা, কটাক্ষ মধুপর্ণার

লোকসভা নির্বাচনের পর সদ্যসমাপ্ত উপনির্বাচনে বাগদা আসন ছিনিয়ে নিয়ে বিজেপিকে বড় ধাক্কা দিয়েছেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচনের পর সদ্যসমাপ্ত উপনির্বাচনে বাগদা আসন ছিনিয়ে নিয়ে বিজেপিকে বড় ধাক্কা দিয়েছেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর। রাজ্য রাজনীতিতে এখন জোর চর্চা তাঁকে ঘিরে। একুশের মঞ্চে এদিন সুযোগ পেয়ে আপ্লুত মধুপর্ণা। তিনি বলেন, আমি একজন বিধায়ক নয়, আপনাদের ঘরের মেয়ে হয়েই এসেছি। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। এরপরই বিজেপি ও বামেদের তীব্র আক্রমণ করেন তিনি। বাদ যাননি তাঁর তুতো দাদা তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও। এমনকী তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ যাননি বামনেতারাও।

আরও পড়ুন-রক্তের দাগ মুছিয়েছেন নেত্রী : দুলাল

তিনি বলেন, নির্বাচন এলেই বিজেপি নারীশক্তির কথা বলে। কিন্তু আমার, প্রশ্ন, আপনাদের সাংসদ তথা মন্ত্রী, আমার দাদা শান্তনু ঠাকুর আমার বিধবা মা, আমাকে ও আমার বড়দিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আপনারা নারীশক্তির কথা বলেন কোন মুখে? সেসবের উত্তর তো আপনারা দিলেন না। কোনও সুবিচার নেই কেন? তাহলে কি শুধুই ভোটের জন্য নারীশক্তির কথা? এই বিজেপির কোনও ক্ষমতাই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার। তিনি বলেন, বাগদার মানুষ আমাদের ওপর ভরসা রেখেছেন। আমাদের উজাড় করে সমর্থন করেছেন। এবার আপনাদের ভালবাসা ফিরিয়ে দেওয়ার পালা। বিজেপি সাংসদকে কটাক্ষ করে বলেন, আমার প্রিয় দাদা শান্তনু ঠাকুরকে বলছি, আপনার ডায়াবেটিস আছে। আপনি আর কষ্ট করবেন না, ঘরে থাকুন। ছাব্বিশের লোকসভায় আপনার এই বোনই সারা বাংলা ঘুরবে। আপনাকে আর কষ্ট করতে হবে না।

Latest article