প্রচার শুরু করলেন মধুপর্ণা

লোকসভায় ধরাশায়ী হয়ে বিজেপিরা যখন প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করছে তখন লাগাতার প্রচার শুরু করে দিল তৃণমূল।

Must read

সংবাদদাতা, বাগদা : লোকসভায় ধরাশায়ী হয়ে বিজেপিরা যখন প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করছে তখন লাগাতার প্রচার শুরু করে দিল তৃণমূল। মঙ্গলবার থেকে বাগদা বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর প্রচার শুরু করলেন। সঙ্গে ছিলেন তাঁর মা তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ নেতা, কর্মী সমর্থকেরা।

আরও পড়ুন-বন্ধ কলকারখানার জমিতে নতুন শিল্প স্থাপনের উদ্যোগ শুরু রাজ্যে

প্রচারের প্রথম দিনেই বুথ স্তরের কর্মীদের নিয়ে আলোচনা করেন তৃণমূল নেতৃত্বরা। এদিন একাধিক বুথের কর্মীদের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেন তিনি। আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাগদা বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে বাগদা জগদীশপুরে হামডুমাতে পথসভাও করা হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন ও বিজেপির কেন্দ্রীয় সরকারের ধ্বংসাত্মক রাজনীতির প্রসঙ্গ টেনে আগামীদিনে বাগদায় কি ধরনের উন্নয়ন করা হবে তার রূপরেখা দেন তৃণমূল নেতারা। সভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এদিকে বিজেপির বহিরাগত প্রার্থী নিয়ে লাগাতার বিক্ষোভ চালাচ্ছেন দলের কর্মীরাই। অবিলম্বে প্রার্থী বদলের দাবি জানিয়েছেন তাঁরা।

Latest article