‘পুরুষদের বাড়িতে মদ খেতে বলুন’, পরামর্শ বিজেপি নেতার, দেশজুড়ে নিন্দার ঝড়

তিনি মহিলাদের পরামর্শ দেন, তারা যেন তাদের স্বামীদের বলেন বাইরে মদ না খেয়ে তারা যেন বাড়িতে মদ্যপান করতে শুরু করেন।

Must read

বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে ভোপালে মাদক সেবন ও মদ্যপানের কুপ্রভাব এবং নেশামুক্তি নিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্ভট পরামর্শ দিলেন বিজেপি (BJP) নেতা তথা মধ্যপ্রদেশের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা ( Narayan Singh Kushwaha)। সেখানে বাড়ির পুরুষদের মদের নেশা থেকে দূরে রাখা নিয়ে বাড়ির মহিলাদের পরামর্শ দেন তিনি। তিনি মহিলাদের পরামর্শ দেন, তারা যেন তাদের স্বামীদের বলেন বাইরে মদ না খেয়ে তারা যেন বাড়িতে মদ্যপান করতে শুরু করেন।

আরও পড়ুন-টি ২০ থেকে অবসর ঘোষণা করলেন রবীন্দ্র জাদেজা

নিজের বক্তব্যে এদিন তিনি বলেন, ‘মা-বোনেরা আপনারা যদি চান আপনাদের স্বামীরা মদ্যপানের আসক্তি থেকে মুক্ত হোক, তাহলে প্রথমে তাদের বলুন বাইরে থেকে মদ খেয়ে আসা যাবে না । তারা যেন ঘরে মদ নিয়ে আসে এবং আপনাদের সামনে খান। তারা যদি তাদের পরিবারের সামনে পান করেন, তাহলে ধীরে ধীরে তাদের মদ্যপানের প্রবণতা কমে যাবে। তারা স্ত্রী এবং সন্তানদের সামনে মদ্যপান করতে লজ্জা পাবেন আর এভাবেই তারা নেশা ছেড়ে দেবেন।’

আরও পড়ুন-অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে এবার পুরীতে জগন্নাথ দর্শন

এরপর মহিলাদের উদ্দেশ্যে আরও তিনি বলেন, ‘স্বামীদের বলুন আপনাদের সন্তানরা তাকে দেখে মদ্যপান শুরু করতে পারে। তাহলেই দেখবেন স্বামীরা মদ্যপান ছেড়ে দেবে।’ বিজেপি নেতা কুশওয়াহার এই মন্তব্য ঘিরে দেশজুড়ে উঠেছে নিন্দার ঝড়। একজন মন্ত্রী কীভাবে এমন কথা বলতে পারেন সেই নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বাড়িতে মদ্যপান করলে মহিলাদের উপর অত্যাচারের পরিমান আরও বাড়তে পারে সেই কাঠ মাথায় আসেনি তাঁর। রাজনৈতিক মহল মনে করছে একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর উচিত ছিল নিজেকে আরো সংযত ও সংযমী করে মঞ্চ থেকে মানুষকে মদ্যপান থেকে বিরত থাকার উপদেশ দেওয়া। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরেই অস্বস্তিতে রাজ্য ও কেন্দ্রের বিজেপি শিবির।

Latest article