চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলি খোলা থাকবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, রাজ্য জুড়ে মোট ৪৮টি ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন-কল্কে পাবে না বিজেপি, চা-বাগানের ৪৮৩ বুথেই ফুটবে জোড়া ফুল: ঋতব্রত
পর্ষদ সূত্রের খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রতিনিধিদের ক্যাম্প অফিসে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। পরে সেই অ্যাডমিট কার্ড স্কুলগুলির মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন-ঋণ ও অগ্রিম সংক্রান্ত নীতিতে পরিবর্তন রাজ্যে, বিজ্ঞপ্তি জারি
পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড বিতরণ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থীর নাম, রোল নম্বর বা কেন্দ্র সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে ভুল ধরা পড়লে দ্রুত পর্ষদের নজরে আনার অনুরোধ করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। অ্যাডমিট কার্ড বিতরণের সময়সূচি ঘোষণায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।

