আগামী বছর কবে মাধ্যমিক (Madhyamik), মঙ্গলবার তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শুরু হবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা।
২ ফেব্রুয়ারি, সোমবার: প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারি, শুক্রবার: ইতিহাস
৭ ফেব্রুয়ারি, শনিবার: ভূগোল
৯ ফেব্রুয়ারি, সোমবার: গণিত
১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: ভৌত বিজ্ঞান
১১ ফেব্রুয়ারি, বুধবার: জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: অ্যাডিশনাল
ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন ও সোশ্যাল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়। শেষ দুপুর দু’টোয়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এই সময়সীমা অন্য।
আরও পড়ুন- জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী