উচ্চ মাধ্যমিকের এবার মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনও হবে অনলাইনে!

Must read

এবার মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন (Madhyamik Registration) প্রক্রিয়াও হবে অনলাইনে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৬ সালে যারা মাধ্যমিক দেবে, তাদের জন্য এই ব্যবস্থা। আগামী ১৫ জুলাই সকাল ১১টা থেকে ৩১ অগাস্ট মধ্যরাত পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে বলেই জানানো হয়েছে। www.wbbsedata.com পোর্টালটিতে হবে রেজিস্ট্রেশন।

আরও পড়ুন- ৯০ পার! জামিন পেলেও এখনই জেলমুক্তি নয় কেজরির

রেজিস্ট্রেশন (Madhyamik Registration) প্রক্রিয়া যাতে মসৃণ ভাবে চলে তাই স্কুলগুলিকে সমস্ত নির্দেশ ভালো করে পড়ে তা অনুসরণ করতে বলা হয়েছে। আগে জানানো হয়েছিল ২৪ জুলাই ক্যাম্প অফিস থেকে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে। তবে এ দিন মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, কোনো ক্যাম্প অফিস বসবে না, রেজিস্ট্রেশন ফর্ম বিতরণ করা হবে না। এর আগে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও অনলাইনে হয়েছিল।

Latest article