সংবাদদাতা, আলিপুরদুয়ার : অসুস্থ মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। সোমবার ইতিহাস পরীক্ষার দিন অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে বাড়ি থেকে নিজের সরকারি গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী। উল্লেখ্য, গত শনিবার অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়েছিল ওই ছাত্রী। তখন স্কুল থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়। সেদিনও পুরসভার গাড়িতে ওই ছাত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে পৌঁছে দেওয়া হয় পরীক্ষাকেন্দ্রেও। সোমবার ফের অসুস্থ বোধ করায় পুরসভার হেল্পলাইনে যোগাযোগ করেন ওই ছাত্রীর অভিভাবক। মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা চলাকালীন ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে আলিপুরদুয়ার পুরসভার হেল্পলাইনে ফোন করলে চিকিৎসা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত গাড়িতে পৌঁছে দেন চেয়ারম্যান। জানা গিয়েছে, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাইস্কুলের পড়ে ওই ছাত্রী। কেন্দ্র ছিল আলিপুরদুয়ার গার্লস হাইস্কুলে। চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, পুরসভার হেল্পলাইন নম্বরে একটি ফোন এলে পরীক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। এরপর চিকিৎসা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত গাড়িতে নিয়ে আসা হয়। পরীক্ষা চলাকালীন প্রতিদিন গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।