প্রতিবেদন : মাধ্যমিক পরীক্ষার ৭০ দিনের মধ্যে ফল প্রকাশ (Madhyamik Result) হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ২ মে শুক্রবার ৯.৪৫ মিনিটে ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে। তার আগে ন’টার সময় পর্ষদ কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবে। এবছর মাধ্যমিক (Madhyamik Result) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। গত বছরেও ২ মে ফল প্রকাশ করেছিল পর্ষদ। wbchse.wb.gov.in-এ লগ-ইন করে রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। স্কুলগুলি ক্যাম্প অফিস থেকে সকাল ১০টা নাগাদ মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই জানিয়েছিল ২৬ হাজার চাকরি বাতিলের প্রভাব ফল প্রকাশের ক্ষেত্রে পড়বে না। যথা সময়েই ফল প্রকাশ করা হবে। সেই মতোই পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ।
আরও পড়ুন-তীব্র গরমে শ্রমিকদের সুস্থতায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন