আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

Must read

আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের (Madhyamik Result) ফল প্রকাশ করে দেওয়া হবে। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। মঙ্গলবার রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রাত্য বসু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ করে দেওয়া হবে। দু’তিন দিনের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেবে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: বাংলায় এলেন, শাহর মণিপুরে না যাওয়া নিয়ে কটাক্ষ মন্ত্রী ফিরহাদ হাকিমের

গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ৪ মার্চ। এবারের পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত রয়েছেন ১১৫৩ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৪১ হাজার পরীক্ষক। পর্ষদ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ (Madhyamik Result) করা হতে চলেছে। এর আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মে মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। আর এদিন শিক্ষামন্ত্রী সেই মন্তব্যেই সিলমোহর দিলেন।

Latest article