আজ শুরু মাধ্যমিক, প্রস্তুত প্রশাসন

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বিঘ্নে নেওয়া যায় সেজন্য ঢালাও ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বিঘ্নে নেওয়া যায় সেজন্য ঢালাও ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শেষ যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি। নিরাপত্তা নিয়ে কোনওরকম ফাঁক রাখেনি মধ্যশিক্ষা পর্ষদ। কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য যেমন কন্ট্রোল রুম চালু করা হয়েছে তেমনই জেলা ও মহকুমা স্তরেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা ওই কন্ট্রোল রুম থেকে তদারকি করবেন। মালদা জেলার স্পর্শকাতর কেন্দ্রগুলির জন্য দু’জন করে ভেন্যু সুপারভাইজার মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-বারুইপুর পুরসভার জমিতে মুক্তমঞ্চের শিলান্যাস ও ভিতপুজো করলেন বিমান

এবারে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবেন পরীক্ষকরা। বন দফতরও হাতির আতঙ্ক রয়েছে যেসব এলাকায় সেখানে ড্রোন এবং থার্মাল ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছে। এমনকী বেশকিছু জায়গায় পরীক্ষার্থীদের বন দফতরের গাড়ি করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের যাতায়াতের জন্য গণপরিবহণ ব্যবস্থা যাতে মসৃণ থাকে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। সকাল থেকেই রাস্তায় চলছে পরীক্ষা স্পেশাল বাস। রয়েছে বিশেষ ট্রেন এবং মেট্রো। বেসরকারি বাস অটো টোটোর মতো যানবাহন যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সে-ব্যাপারেও সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা হলে যাতে সহায়তা পান সেজন্য পুলিশের কিয়স্ক রাখা হচ্ছে। আজ সকাল ছ’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে রাশ টানা হয়েছে। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ৯,৮৪,৭৫৩ জন। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। পরীক্ষা হবে ২৬৮৩টি কেন্দ্রে।

Latest article