প্রতিবেদন : নিলামে তোলা হচ্ছে বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ নেলসন ম্যান্ডেলার বিখ্যাত মাদিবা শার্ট। তাঁর ব্যক্তিগত কিছু জিনিসপত্র নিলামে উঠছে। তার পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ নেলসনের সম্মানে নির্মিত একটি স্মারক বাগানে প্রদান করা হবে। তাঁর ব্যবহৃত প্রায় ১০০ জিনিসপত্র তোলা হবে ওই নিলামে। তার মধ্যেই রয়েছে মাদিবা শার্টটি। তাঁর অত্যন্ত প্রিয় এই পোশাকটি বিশেষ অনুষ্ঠানে পরতেন।
আরও পড়ুন-মাদকের নেশার মতো ক্ষমতার নেশায় মত্ত বিজেপি, তোপ উদ্ধবের
১৯৯৮ এবং ২০০৩ সালে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে এটি পরেই দেখা করেছিলেন তিনি। নিলামের তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্য রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার যেমন— চশমা, ব্রিফকেস এবং প্যান্টও। চার পৃষ্ঠার একটি চিঠিও রয়েছে। এটি রোবেন দ্বীপে বন্দি অবস্থায় ১৯৭৬ সালে কারাগারের কমান্ডিং অফিসারকে লিখেছিলেন ম্যান্ডেলা। ১১ ডিসেম্বর নিউইয়র্কের নিমালকারী প্রতিষ্ঠান ‘গার্নসি’ এই নিলাম করবে।