প্রতিবেদন : করোনার জন্য বিগত কয়েক বছর পঠন-পাঠন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় শিশুদের শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছে। একদিকে যেমন ড্রপ আউটের সংখ্যা কমেছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে গরিব মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধিও পেয়েছে।
আরও পড়ুন-মোজায় ভরে সোনা পাচারের চেষ্টা
২০২৩ সালের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি ২৩। চলবে ১৩ মার্চ পর্যন্ত। পরীক্ষা বিষয়ক ডিএলএসি টিমের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিআই সুজিতকুমার মাইতির সভাপতিত্বে। ওই আলোচনায় রাজ্য সরকারের শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য তথা প্রতিনিধি দলের অন্যতম সদস্য এ কে এম ফারহাদ। তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় পরীক্ষা হবে সুষ্ঠুভাবেই।