বঙ্গ

পাশের হার ৯০.৩২ শতাংশ উচ্ছ্বাস সর্বত্র, মাদ্রাসার ফলেও টেক্কা ছাত্রীদের

প্রতিবেদন : পরীক্ষা শেষ হওয়ার ৪০ দিনের মাথায় প্রকাশিত হল মাদ্রাসার ফল। শনিবার হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষণা করল মাদ্রাসা শিক্ষা পর্ষদ। পাশের হার ৯০.৩২ শতাংশ। মাধ্যমিকের পর মাদ্রাসার ফলেও দেখা গেল সেই কন্যাশ্রীর দাপট। এই ক্ষেত্রেও ছেলেদের থেকে অনেকাংশেই এগিয়ে মেয়েরা। যেমন এই বার ছাত্রীদের সংখ্যাও বেশি ছিল ঠিক তেমনই তাদের পাশের হারও অনেক বেশি। প্রথম দশে ১৫ জনের নাম রয়েছে। তার মধ্যে ১২ জন ছাত্রী। কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেধাতালিকায় শীর্ষে
মালদহ। যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে ফাহমিদা ইয়াসমিন এবং শাহিদা পারভিন। তাঁদের প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় স্থানে মালদা চাঁচলের শামসুন নেহার (৭৭৬)। আলিফ নুর খাতুন ৭৭২ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৭.৫৪ শতাংশ), দ্বিতীয় আলিপুরদুয়ার (৯৫.৬৩ শতাংশ) এবং তৃতীয় উত্তর ২৪ পরগনা (৯৫.২১ শতাংশ)।
এই বছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৭৩ জন। এদের মধ্যে ১৫ হাজার ৪২০ জন ছাত্র ও ২৮ হাজার ৬৫৩ জন ছাত্রী ছিল। মোট পাশ করেছে ৩৯ হাজার ৮০৬ জন। তারমধ্যে ১৩ হাজার ৯৭৫ জন ছাত্র এবং ২৫ হাজার ৮৩১ জন ছাত্রী কৃতকার্য হয়েছে।
চলতি বছর আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১১ হাজার ৫৮৮ জনের মধ্যে ১০ হাজার ৭৫৫ জন পাশ করেছে। অর্থাৎ পাশের হার ৯২.৮১ শতাংশ। এদের মধ্যে ৬ হাজার ১৭ জন ছাত্র এবং ৪ হাজার ৭৩৮ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। প্রথম সানি মোহাম্মদ সৈয়দ আলম মণ্ডল (৮৭৩)। দ্বিতীয় হয়েছে মাসুম বিল্লা গাজী (৮৭০)। তৃতীয় মোঃ ওমর ফারুক মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৮৫৩।
ফাজিল পরীক্ষায় ছিল মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৭১৩। পাশের হার ৯৩.১৫ শতাংশ। ২৫১৭ জন ছাত্র এবং ১৮৭৩ জন ছাত্রী কৃতকার্য হয়েছে। প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনার ইয়ামিন শেখ। ৫৬২ নম্বর পেয়েছে সে। দ্বিতীয় স্থানে রায়হান হোসেন ও বাকিবিল্লাহ গায়েন। প্রাপ্ত নম্বর ৫৫৯, দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদের পরীক্ষার্থী আব্দুল হালিম। সে পেয়েছে ৫৫৮।
পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন বলেন, চলতি বছর থেকে চালু হচ্ছে তৎকাল স্ক্রুটিনি এবং রিভিউ পদ্ধতি। আজ থেকে আগামী সাতদিনের মধ্যে তৎকালের জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। যার ফলাফল ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: দিঘায় অসাধারণ মন্দির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

29 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

38 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago