প্রতিবেদন : শনিবার রাজ্য মাদ্রাসা (Madrasa) সার্ভিসের ফল প্রকাশ। প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকের জন্য ১,৭২৯টি শূন্যপদের জন্য যে পরীক্ষা হয়েছিল তার ফল প্রকাশ হবে আজ। আজ সন্ধ্যা ৬টা থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com-এ গিয়ে ফলাফল জানতে পারবেন প্রার্থীরা।
আরও পড়ুন-দিনের কবিতা
বিজ্ঞপ্তি দিয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে ১,৭২৯টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্যে নেওয়া পরীক্ষায় ১,৭৪০ জন উত্তীর্ণ হয়েছেন। প্রাইমারি স্তরে ৪৭টি, আপার প্রাইমারি স্তরে ৬০৯টি, সেকেন্ডারি স্তরে ৮১১টি এবং হায়ার সেকেন্ডারি স্তরে ২১১টি শূন্যপদ রয়েছে। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের ইন্টারভিউ পর্ব শুরু হবে।