প্রতিবেদন : আমজনতার সঙ্গে কুশল বিনিময়। বিশেষ করে মহিলাদের সঙ্গে, অগ্রজদের প্রণাম। এর পাশাপাশি মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের সঙ্গে মুখোমুখি কথা বলে তাদের লেখাপড়ার খোঁজখবরও নিলেন। এরই মধ্যে রোড-শো। সেখানে উপচে পড়া ভিড়, অগণিত মানুষ। একটাই বার্তা— বিজেপিকে সরাতে হবে। আপনারা সেইমতো তৈরি হোন। এদিন চাঁচলের ভাকরি গৌরহন্ড হয়ে মালাহারে আসেন। সেখানে বয়স্ক নাগরিকদের সঙ্গে দেখা করেন। হাতজোড় করে তাঁদের প্রণাম জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরপর ভাদো এলাকায় গাড়ি থেকে কর্মীদের উৎসাহ দেন। রতুয়া বাহারালে রোড-শোয়ে অংশ নেন তিনি। ২ কিমি রোড-শো জনপ্লাবনে পরিণত হয়। এনায়েতপুরের জনসভায় হাজির হয়ে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। পাশাপাশি কেন্দ্র সরকারের সমালোচনায় মুখর হন। তারপর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মিল্কি মসজিদে যান। সেখানে চাদর চড়ান। উপস্থিত ইমাম মোয়াজ্জেন ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সঙ্গে সুবিত-শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পড়াশোনার খোঁজখবর নেন। মোথাবাড়িতে রোড-শোয়ে অংশ নেন। সেখান থেকে ইংরেজবাজার সুস্থানি মোড়ে অধিবেশনে যোগদান করেন। সেই অধিবেশনে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন। সবমিলিয়ে দেখিয়ে দিল মালদহ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে।