সংবাদদাতা, মালদহ : পড়ুয়াদের মাদ্রাসায় ফেরাতে অভিনব উদ্যোগ নিল মালদহ জেলার শিক্ষকেরা। দীর্ঘ লকডাউনের জেরে প্রায় দু’বছর বন্ধ ছিল পঠনপাঠন। শহরের মাদ্রাসাগুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক হলেও গ্রামের মাদ্রাসাগুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার একেবারেই কম।
আরও পড়ুন-বাবা-ই আইকন : বিকাল রাই
তাই মালদহ জেলার মাদ্রাসা শিক্ষকেরা অভিভাবকদের দুয়ারে গিয়ে পড়ুয়াদের মাদ্রাসায় পাঠানোর অনুরোধ জানাচ্ছেন। জেলার ১৫টি ব্লকেই শিক্ষকেরা দল তৈরি করে অভিভাবকদের দুয়ারে পৌঁছাচ্ছেন। অভিভাবকদের সঙ্গে ভাব-বিনিময়ের পাশাপাশি করোনা সচেতনতা বিষয়ে সচেতন করার কাজ করে চলেছেন মাদ্রাসা শিক্ষকেরা। এমনকী পড়ুয়াদের মাদ্রাসামুখী করতে গ্রামে গ্রামে ব্যানার পোস্টার ফেস্টুন লাগিয়ে প্রচার সারছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
আরও পড়ুন-Sayoni Ghosh: পুরভোটে শেষ রবিবারের প্রচারে ঝড় সায়নী, বাপ্পাদিত্যের
করোনাবিধি মেনে করছেন ছোট ছোট আলোচনা সভা। সেই সভায় শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের মাদ্রাসায় পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ জানাচ্ছেন। শিক্ষকদের এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ অভিভাবক থেকে শুরু করে গ্রামের মানুষজন। তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সংগঠনও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আবদুল লাহিল মামুন, মোজাফফর হোসেন-সহ একাধিক শিক্ষক প্রতিদিন নিয়ম করে একাজ করে চলেছেন।
তাদের দাবি, ‘দুয়ারে শিক্ষক’ কর্মসূচি ফলপ্রসূ হয়েছে। প্রতিদিনই গ্রামীণ মাদ্রাসাগুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে। এ কে হাইমাদ্রাসার শিক্ষক আবদুল লাহিল মামুন জানান, দুয়ারে শিক্ষক কর্মসূচিতে ভাল সাড়া মিলেছে। দিন-কে-দিন মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। সন্তুষ্ট হচ্ছেন অভিভাবকেরাও।