মাদ্রাসায় অর্থ বন্ধ নয় নির্দেশ সুপ্রিম কোর্টের

Must read

প্রতিবেদন : দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মাদ্রাসাগুলিতে এখনই আর্থিক সাহায্য বন্ধ করা যাবে না। সোমবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Madrasa- Supreme Court)৷ সম্প্রতি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সুপারিশে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছিল মাদ্রাসাগুলিকে (Madrasa- Supreme Court) আর্থিক সাহায্য বন্ধ করতে৷ এই সুপারিশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল৷ সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে শিশু অধিকার রক্ষা কমিশনের জারি করা সুপারিশে স্থগিতাদেশ দেওয়া হয়৷ প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, এই সুপারিশের ভিত্তিতে কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল৷ শিশু অধিকার রক্ষা কমিশনের নির্দেশের পরেও উত্তরপ্রদেশ ও ত্রিপুরা সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল।

আরও পড়ুন-আবার কাঠগড়ায় ডাক্তাররা: মৃত্যু হল সন্তানসম্ভবা স্ত্রীর, চিকিৎসা হয়নি, মন্তব্য স্বামীর

Latest article