সোমবার মালদহে পা রেখেই নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের বাড়িতে দৌড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুলালের স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। সাহস দিয়ে বলেছিলেন, মন থেকে ভেঙে পোড়ো না, বাবলার অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ কোরো। এরপর মঙ্গলবার দুলাল ওরফে বাবলার ছবি ইংরেজবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে রেখে হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, সমাজে মাফিয়াদের কোনও স্থান নেই। যারা সন্ত্রাস ছড়ায়, তাদের কোনও জায়গা নেই। দুলাল সরকার, যাকে আমি বাবলা বলে চিনি সেই ছাত্র রাজনীতির সময় থেকে, তাকে হারানো মানে আমার স্বজনকে হারানো। ওর পরিবারের পাশে আমি সর্বদা আছি, আমরা সবাই আছি। ওর স্ত্রী চৈতালি এখানে আছে। ওকে বলেছি, মন ভেঙো না। দুলালের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করো।
তিনি (CM Mamata Banerjee) আরও বলেন, যারা মানুষকে ভালবাসে তারাই আমার স্বর্গ, তারাই আমার শক্তি। আপনার পরিচয় আপনি কী কাজ করলেন। টাকা সম্পদ নয়। সম্পদ হচ্ছে মানুষের চরিত্র, মানবিকতা, নৈতিকতা। টাকা থাকলেই সব হয় না। ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে তুলতে হবে, যাতে তাদের মানবিকতা বোধ তৈরি হয়।
মালদহের ইংরেজবাজারে প্রকাশ্যে দিবালোকে দুলাল সরকারকে খুন করা হয়েছিল গুলি করে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই তিরস্কারের পর জেলা পুলিশ সক্রিয় হয়েছে। একে একে ধরা পড়েছে দুলালের হত্যাকারীরা। সোমবার মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, বাবলার খুনের ঘটনায় যত বড় নেতাই হোক কেউ ছাড় পাবে না। এদিন দলনেত্রী কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবার মঞ্চে জেলা নেতৃত্বকে একত্র করে মাফিয়াদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন।