তুহিনশুভ্র আগুয়ান, দিঘা- প্রিন্স কর্মকার, বাঁকুড়া: জগন্নাথদেবের (Digha Jagannath Temple) আগমন ঘটতে চলেছে দিঘায়। অক্ষয়তৃতীয়ার পুণ্যলগ্নে দিঘার জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন। হবে প্রভু জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা। সেজন্য তিনদিন ধরে চলছে যজ্ঞ, চলছে বিশেষ পুজোপাঠ। প্রাণপ্রতিষ্ঠার আগে মহাযজ্ঞের পর জগন্নাথদেবের পুষ্পশয়ন হবে। সেজন্য রাঢ়বঙ্গের বাঁকুড়া থেকে আসছে তিন হাজার লাল-সাদা পদ্ম। সোমবার সকালেই বাঁকুড়া থেকে দিঘার উদ্দেশ্যে পাড়ি দেয় সেই পদ্ম। এছাড়াও বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের জল আসছে জগন্নাথধামে যজ্ঞের জন্য।
দিঘার জগন্নাথধামের (Digha Jagannath Temple) উদ্বোধনের জন্য দেশের বিভিন্ন পুণ্যক্ষেত্র থেকে আনা হয়েছে জল। সেই জল দিয়ে ইতিমধ্যে কলস যাত্রা করা হয়েছে। আজ, মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দিরে হবে বিশেষ মহাযজ্ঞ। সেই যজ্ঞের জন্য শুশুনিয়া পাহাড়ের ঝরনার জল এসেছে। বাঁকুড়ার ছাতনা থেকে আসছে লাল ও সাদা রঙের তিন হাজার পদ্ম। সেই পদ্ম প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুষ্প-শয়নে ব্যবহার করা হবে। বাঁকুড়া থেকে সেই পদ্ম ও ঝরনার জল সোমবার রাতেই পৌঁছে গিয়েছে দিঘায়।
আরও পড়ুন-২০২৮ থেকে ৯৪ ম্যাচের ভাবনা, আইপিএলে খেলা বাড়াতে চায় বোর্ড
সোমবার সকাল থেকে দিঘার জগন্নাথ মন্দিরে চলে অশ্বযজ্ঞ। সেখানে রাজেশ দ্বৈতাপতির পৌরোহিত্যে পুরী ও ইসকনের প্রতিনিধিরা অংশ নেন। আজ মহাযজ্ঞের জন্য ইতিমধ্যে পুরী থেকে ৫৭ জন এবং ইসকন থেকে ১৭ জন এসে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই মহাযজ্ঞে বসবেন। ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ-সহ দুই কুইন্টাল ঘি আহুতি দেওয়া হবে। পুজোপাঠের সময় বাঁকুড়ার শুশুনিয়া থেকে আনা ঝরনার জল কাজে লাগানো হবে। এছাড়াও জগন্নাথের পুষ্প-শয়নের জন্য ব্যবহার করা হবে ওই তিনহাজার লাল-সাদা পদ্ম। ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানান, মঙ্গলবার প্রভু জগন্নাথকে শয়নে পাঠানো হবে। সেখানে তৈরি করা হবে ফুলের শয্যা। এছাড়া বিভিন্ন জায়গার ওই ফুল ব্যবহার করা হবে। তার আগে মিষ্টান্ন অর্পণ করা হবে।