জাতীয়

৫৪-কেও ছাপাবে ২৫-র কুম্ভ! মর্গে ডাঁই করা মৃতের স্তূপ, দেহ লোপাট চলছে যোগী প্রশাসনের

প্রতিবেদন : যোগী-রাজে মহাকুম্ভে (Mahakumbh stampede 2025) ঘটে গিয়েছে মহাবিপর্যয়। পরিকাঠামো ও পরিকল্পনার অভাবে মৌনি অমাবস্যায় অমৃতস্নানের আগে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অজস্র পুণ্যার্থী। মৃত্যুর সংখ্যা আসলে কত তা চারদিন পরও জানাতে পারেনি যোগী প্রশাসন। বহু আহত, এখনও নিখোঁজ অনেক। আসলে কুম্ভে মৃতদেহ লোপাটের কারসাজি চলছে। এরই মধ্যে সংবাদমাধ্যমের অন্তর্তদন্ত রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যোগী প্রশাসন যখন মহাকুম্ভে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে চালাতে চাইছে, তখন লখনউয়ের এক সংবাদ চ্যানেলের স্টিং অপারেশনে দেখা গিয়েছে মর্গে ডাঁই করা রয়েছে মৃতদেহ। মৃতদেহের উপরে লেখা ৫৮। গোপন ক্যামেরায় ৫৩, ৫৪, ৫৫ ‘ট্যাগ’ লাগানো দেহও দেখা গিয়েছে সেই অপারেশনে। অর্থাৎ মৃতের সংখ্যা অনেক বেশি।

এর আগে কোভিডকালে মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল যোগী প্রশাসনের বিরুদ্ধে। নদীতে ভেসে আসা সেইসব দেহ সৎকার করতে হয় বাংলাকে। এবারও কুম্ভে মৃতদেহ লোপাটের কারসাজি শুরু হয়েছে। একটি হাসপাতালের মর্গেই যদি ৫৮টি মৃতদেহের খোঁজ মেলে, তাহলে অন্যান্য হাসপাতালে ঢুঁ দিলে যে আরও মৃতদেহ মিলবে না কে বলতে পারে! বিপুল সংখ্যক নিখোঁজ সেই আশঙ্কাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। কুম্ভপ্রাঙ্গণে প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছেন আত্মীয়-পরিজনরা। তাঁদের আকুতি, কোথায় কুম্ভে (Mahakumbh stampede 2025) পুণ্যলাভে আসা তাঁদের প্রিয়জনেরা! এই পরিস্থিতিতে গোপন মোবাইল ক্যামেরায় তোলা একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি জাগোবাংলা। কিন্তু ওই স্টিং অপারেশনে যে দাবি সামনে তুলে ধরেছে, তাতে যোগী সরকারের মিথ্যাচার প্রকট হয়ে উঠেছে। যোগী সরকার ৩০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও, তার প্রায় দ্বিগুণ সংখ্যক দেহ ডাঁই হয়ে থাকার ঘটনায় কী উত্তর দেবেন বিজেপির পোস্টারবয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? আর নিছক সন্দেহ বা অভিযোগ নয়, স্পষ্টতই বলা যায় যোগী প্রশাসন মৃত্যুর সংখ্যা গোপন করছে। কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সম্মিলিতভাবে আওয়াজ তুলেছে মৃতের সংখ্যা অনেক বেশি।

আরও পড়ুন- বাজেটের আগের দিনই চাঙ্গা শেয়ার বাজার, আগামিকাল কি খোলা থাকছে দালাল স্ট্রিট?

উল্লেখ্য, কুম্ভমেলা প্রয়াগরাজে ১৯৫৪ সালের দুর্ঘটনায় প্রায় ৮০০ জনের মৃত্যু হয়। নদীতে ডুবে মারা যান অনেকে। এছাড়া ১৯৮৬ সালে হরিদ্বার কুম্ভমেলায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়। মহারাষ্ট্রের নাসিকে ২০০৩ সালে কুম্ভমেলায় কমপক্ষে ৩৯ জন মারা গিয়েছিলেন। ২০১৩ সালে কুম্ভমেলায় সেতু ভেঙে এলাহাবাদে ৪২ জনের মৃত্যু হয়েছিল।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

33 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

41 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago