লক্ষ্মীর ভাণ্ডারকে টুকে মহারাষ্ট্রে বাঁচল বিজেপি

Must read

প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলে চড়েই মহারাষ্ট্রে (Maharashtra) ভোট-বৈতরণী পার হল বিজেপি। নির্বাচনের আগে একনাথ শিণ্ডে সরকারের লড়কি-বহেন যোজনাতেই মারাঠাভূমে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আকাশছোঁয়া সাফল্য ও জনপ্রিয়তা রাজ্যের সীমানা ছাড়িয়ে অন্য রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে। বিজেপি-শাসিত রাজ্যগুলিও এখন লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে প্রকল্প এনেছে। সেই একই অঙ্কে এবার মহারাষ্ট্রেও সাফল্য পেল বিজেপি জোট। শিণ্ডে সরকারের পক্ষে গিয়েছে বিপুল সংখ্যক মহিলা ভোট। আর তা যে লড়কি-বহেন যোজনার ফল তা বেশ বুঝতে পারছে গেরুয়া শিবির। ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের সাফল্যের নেপথ্যে ‘মাইয়া সম্মান’-এর কথাই বারবার উঠে আসছে।

আরও পড়ুন- খাদ্যসঙ্কটে সুনীতারা, খাচ্ছেন প্রস্রাব মেশানো স্যুপ!

যদিও বাংলার অনুকরণে মহিলাদের প্রকল্প হাতিয়ার করে জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে মানতে নারাজ বিজেপিকে এক হাত নিয়েছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলই এখন ভিন রাজ্যে ছড়িয়ে পড়ছে। নরেন্দ্র মোদির বেটি বাঁচাও, বেটি পড়াও-তে কোনও লাভ হয়নি আমজনতার। ওই প্রকল্পে মহিলাদের হাতে টাকা পৌঁছাচ্ছিল না। উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্পের সুফল মা, বোনেরা হাতে হাতে পাচ্ছেন। যা বিজেপি করে দেখাতে পারেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকেই মানুষ গ্রহণ করেছে এটা পরিষ্কার। এক সময় যারা এই প্রকল্পকে কটাক্ষ করছিল, এখন তারাই এর নকল করে ভোট চাইছে।

Latest article