পুজোর আগে ভয়াবহ ভাঙনের কবলে মহেশটোলা, প্রতাপগঞ্জ

সামশেরগঞ্জ থানার মহেশটোলা, প্রতাপগঞ্জ প্রভৃতি এলাকায় ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। ফলে নদীগর্ভে তলিয়ে গিয়েছে এই এলাকার প্রচুর জমি

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : সামশেরগঞ্জ থানার মহেশটোলা, প্রতাপগঞ্জ প্রভৃতি এলাকায় ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। ফলে নদীগর্ভে তলিয়ে গিয়েছে এই এলাকার প্রচুর জমি। দ্রুত যদি নদীভাঙন না থামে তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই ওই এলাকার ১০০-র বেশি বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নেমে পড়েছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন-জেলার ৪০০ পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বছরদেড়েক আগে সামশেরগঞ্জ থানার ধানঘরা, নতুন শিবপুর প্রভৃতি এলাকায় নদীভাঙনে প্রায় ৭০০ পরিবার গৃহহীন হয়েছিল। সেচ দফতর তৎপরতার সঙ্গে সেই ভাঙন প্রতিরোধ করেছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সেপ্টেম্বরের শুরু থেকে সামশেরগঞ্জের কাঁকুরিয়া, ধুলিয়ান, প্রতাপগঞ্জ প্রভৃতি এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। গঙ্গায় গত কয়েক দিন জলস্তর বেড়ে চলেছে। ফলে মঙ্গলবার সকাল থেকে প্রতাপগঞ্জ, মহেশটোলা প্রভৃতি এলাকায় ভাঙন শুরু হয়েছে। স্থানীয় বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভিগুরাম সরকার বলেন, ‘‘মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ নতুন করে প্রতাপগঞ্জে ভাঙন শুরু হয়েছে।’’‌

আরও পড়ুন-তিন গোলে হার সুনীলদের

বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা বলেন, ‘‘প্রতাপগঞ্জ, মহেশটোলা প্রভৃতি এলাকায় সকাল থেকে ভয়াবহ নদীভাঙন শুরু হতেই বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে।’’‌

Latest article