প্রতিবেদন : প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েও বিপদ কাটছে না মাহিন্দা রাজাপক্ষের। দু’দিন আগেই কলম্বোর আদালত নির্দেশ দিয়েছে মাহিন্দা ও তাঁর পরিবার দেশ ছাড়তে পারবেন না। এবার মাহিন্দা ও তাঁর ঘনিষ্ঠ আরও ছয়জনকে গ্রেফতারের দাবি জানিয়ে মামলা দায়ের হল শ্রীলঙ্কার এক আদালতে। ওই আবেদনে বলা হয়েছে, রাজাপক্ষে ও তাঁর ঘনিষ্ঠ ছয়জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ প্রধানমন্ত্রী থাকাকালীন সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন মাহিন্দা। সেনেকা পেরারা নামে এক আইনজীবী এই মামলাটি দায়ের করেছেন।
আরও পড়ুন-এখনও অনেকে নিখোঁজ, অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল
এরই মধ্যে শনিবার শ্রীলঙ্কায় সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য কারফিউ প্রত্যাহার করা হয়। অন্যদিকে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে সহমতের ভিত্তিতে মন্ত্রিসভা গঠনের চেষ্টা চালাচ্ছেন রনিল বিক্রমসিঙ্ঘে। চলতি বছরের শুরু থেকেই প্রবল আর্থিক সঙ্কটে পড়েছে শ্রীলঙ্কা। এই সঙ্কট মোকাবিলা করতে প্রয়োজন ছিল শক্ত হাতে হাল ধরার। এ জন্য প্রয়োজন একজন দক্ষ অর্থমন্ত্রীর। কিন্তু এখনও পর্যন্ত অর্থমন্ত্রীর পদ শূন্যই রয়েছে। তবে শনিবার বিক্রমসিঙ্ঘে মন্ত্রিসভায় চার সদস্য শপথ নিয়েছেন।
আরও পড়ুন-একসঙ্গে খাওয়া নয়
চলতি পরিস্থিতি থেকে দেশকে টেনে তুলতে এদিন নতুন প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির কাছে সাহায্যের আহ্বান জানান। পাশাপাশি আর্থিক সাহায্য পেতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও কথা বলতে শুরু করেছেন। যদিও এখনও কোনও আশার আলো মেলেনি। অন্যদিকে দেশবাসী এখনও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে অনড়। তাঁদের অভিযোগ, শ্রীলঙ্কার এই পরিস্থিতির জন্য দায়ী রাজাপক্ষে পরিবার। তাই প্রেসিডেন্ট গোতাবায়াকেও পদত্যাগ করতে হবে।