সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: দিল্লি সিআর পার্ক মিনি কলকাতা হিসাবে পরিচিত। এখানকার দুর্গাপূজার থিম রীতিমতো টেক্কা দিচ্ছে কলকাতাকেও। বাংলার মহিষাদলের রাজবাড়িকে এবারে থিম হিসেবে হাজির করে চমক দিতে চলেছেন চিত্তরঞ্জন পার্ক মেলা গ্রাউন্ডের পুজোর উদ্যোক্তারা। ষোড়শ শতকের এই রাজবাড়ি পুর্ব মেদিনীপুর ঐতিহ্য আজও বহন করে চলেছে। বাংলার এই প্রাচীন রাজবাড়ি আজও ঐতিহ্যর ধারক ও বাহক। প্রাচীন এই রাজপরিবারে রাজা ও রানি প্রথম দুর্গাপুজোর প্রচলন করেছিলেন।
আরও পড়ুন-বৃষ্টি নেই, শিলিগুড়ি-রায়গঞ্জে রেকর্ড গড়ল তাপমাত্রা
রাজবাড়ির প্রবেশদ্বারের হুবহু অনুকরণ মণ্ডপসজ্জায় টেরাকোটার চিত্র রাজবাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। কয়েক হাজার প্লাই, বাঁশ এবং অ্যালুমিনিয়াম দিয়ে প্যান্ডেলের কাঠামো বানানো হয়েছে। ৪২ ফুট উচু এই প্যান্ডেলকে দেখে বোঝার উপায় নেই যে এটা নকল রাজবাড়ি। ২২ ফুটের দুর্গাপ্রতিমাকে ডাকের সাজে সুসজ্জিত করা হচ্ছে। সিআর পার্কের মেলা গ্রাউন্ডের অর্গানাইজেশন সেক্রেটারি নারায়ণ দে জানিয়েছেন, ভোগ বিতরণ, বাংলার সুস্বাদু খাবারের স্টল আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলবন্ধন দেখা যাবে এই মেলা গ্রাউন্ডে। পুজোর দিনগুলিতে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মণ্ডপে। সিনিয়র সিটিজেনদের জন্য আলাদাভাবে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এবছর প্রাকৃতিক দুর্যোগপ্রবণ রাজ্য পাঞ্জাব হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে আর্থিক সাহয্যের হাত বাড়িয়ে দেবে পুজো কমিটি।