প্রতিবেদন : মহুয়া মৈত্রর (Mahua Moitra) করা বাংলো ফেরতের মামলায় বৃহস্পতিবার কোনও রায় দিল না দিল্লি হাইকোর্ট। বিষয়টি নিয়ে মহুয়াকে ডাইরেক্টরেট অফ এস্টেটের কাছে আবেদন করতে বলেছে আদালত। একইসঙ্গে মামলাটিকে তুলে নেওয়ার পরামর্শও দেয় হাইকোর্ট। আদালতের পরামর্শ মেনে মহুয়া মৈত্র দিল্লি হাইকোর্ট থেকে তাঁর আবেদনটি প্রত্যাহার করেছেন।
আরও পড়ুন-জন্মদিনে কল্যাণকে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির
লোকসভার সাংসদপদ খারিজের সঙ্গে সঙ্গে মোদি সরকার অবিশ্বাস্য দ্রুততায় মহুয়াকে সরকারি বাংলো খালি করার সরকারি চিঠি পাঠিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে মামলা করেন তৃণমূল নেত্রী। ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তাঁকে দিল্লির বাসস্থানে থাকার অনুমতি দেওয়ার জন্য এরপর মহুয়া এস্টেট ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানা গিয়েছে।