লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র (Supreme Court- Mahua Moitra)। সোমবার ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিকভাবে মামলা দায়ের করলেন মহুয়া। শীঘ্রই ওই মামলা শুনানির জন্য শীর্ষ আদালতে তালিকাভুক্ত হতে পারে। সুপ্রিম কোর্টে দাখিল করা ১৫ পাতার আবেদনে মহুয়া মৈত্র তাঁর বিরুদ্ধে নগদ অর্থের অভিযোগে লোকসভা থেকে নিষ্কাশনের বিরুদ্ধে আবেদন করেছেন।
লোকসভার এথিক্স কমিটি ব্যবসায়ী দর্শন হিরানন্দানির সঙ্গে সংসদীয় পোর্টালের লগইন শেয়ার করে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার জন্য দোষী সাব্যস্ত করার পরে মহুয়া মৈত্রকে (Supreme Court- Mahua Moitra) সংসদ থেকে নিষ্কাশন করা হয়। জানা গিয়েছে, যে পদ্ধতিতে তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়েছে, তার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি আবেদনে জানিয়েছেন, সত্যের বিকৃতি ঘটানো হয়েছে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদ্রি। সেকথা উল্লেখ করে তিনি আবেদনে, তার বিরুদ্ধে জয়ের উদ্দেশ্য এবং নিশিকান্ত ও জয়ের অভিযোগের বয়ান তুলে ধরে আবেদনে মহুয়া পরস্পর বিরোধিতারও উল্লেখ করেছেন। এছাড়াও মহুয়া তার করা আবেদনে, এথিক্স কমিটির তদন্ত প্রক্রিয়া এবং তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে ধরে কিভাবে তাকে অভিযোগ কারীদের পাল্টা প্রশ্ন করতে বাধা দেওয়া হয়েছিল সে প্রসঙ্গ উল্লেখ করেছেন।
আরও পড়ুন- কথা রাখেনি কেন্দ্রের বিজেপি সরকার, ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সোমবার সকালে দিল্লি হাইকোর্টে জয় দেহাদ্রি এবং নিশিকান্ত দুবের বিরুদ্ধে মহুয়ার দায়ের করা মানহানির মামলাটি শুনানির সময় তার করা সুপ্রিম কোর্টের আবেদনটি প্রকাশ্যে আসে। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের কথা হাইকোর্টকে জানানোর পর, বিষয়টি ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয় হাইকোর্টে। প্রসঙ্গত, মহুয়া মৈত্রকে নিষ্কাশনের দিনই সংসদে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে জানিয়েছিলেন , আমার বয়স ৪৯ বছর এবং আগামী ৩০ বছর আমি সংসদের ভিতরে এবং বাইরে আপনার সঙ্গে লড়াই করব নর্দমায় এবং রাস্তায়। আমরা তোমার শেষ দেখব,এটা তোমার শেষের শুরু।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…