প্রতিবেদন: ‘পক্ষপাতদুষ্ট’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল ইন্ডিয়া জোট৷ সোমবার রাজধানী দিল্লিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোটের সংসদীয় প্রতিনিধিরা সাফ জানিয়ে দিলেন, তাঁরা এসআইআর ইস্যুতে শেষ দেখে ছাড়বেন৷ এই প্রসঙ্গেই তৃণমূল কংগ্রেসের অবস্থান ব্যাখ্যা করেন দলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)৷ তিনি জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের মধ্যে প্রথম ডুপ্লিকেট কার্ড ইস্যুতে সোচ্চার হয়েছিলেন চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি৷ মহুয়ার মন্তব্য, নির্বাচন কমিশন মিথ্যা কথা বলছে৷ ওদের তালিকায় মৃত ব্যক্তির নাম কী করে থাকে? আর জীবিত ভোটারের নাম কী করে বাদ যায়? এটা স্বেচ্ছাচারিতা৷ বিরোধী দলগুলিকে আক্রমণ করা মুখ্য নির্বাচন কমিশনারের কাজ নয়- স্বচ্ছ অবাধ ভোটগ্রহণ করানোর ব্যবস্থা করা তাঁর দায়িত্ব৷ মহুয়ার প্রশ্ন, বিরোধী শিবির কেন হলফনামা দেবে? নিজেদের স্বচ্ছতা ব্যাখ্যা করে হলফনামা দেওয়া উচিত কমিশনেরই, সাফ জানান মহুয়া মৈত্র৷
উল্লেখ্য, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Maitra) কথার সুরেই এদিন নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন কংগ্রেস ও সপাও। সাংসদ গৌরব গগৈয়ের সাফ কথা, নির্বাচন কমিশন দেশের মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে৷ কমিশন এখন এমন বেশ কিছু অফিসারের দ্বারা পরিচালিত হচ্ছে, যারা নিরপেক্ষ নন, পক্ষপাতদুষ্ট৷ সপা সাংসদ রামগোপাল যাদব বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করছে৷
আরও পড়ুন-ফরাক্কা চুক্তির পুনর্নবীকরণ জরুরি মুখ্যমন্ত্রীর মতামত