প্রতিবেদন : বাংলাকে, বাংলার মানুষকে ঘেন্না করে বিজেপি! তাই শুধু বাংলা ভাষা নয়, বাংলার সংস্কৃতিকেই মুছে দিতে চায় তারা। গত কয়েকদিন ধরে প্রত্যেকটি বিজেপি-শাসিত রাজ্যে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের যেভাবে আক্রান্ত হতে হচ্ছে, তাতেই বিজেপির এই বাংলাবিদ্বেষী মনোভাব স্পষ্ট। তৃণমূল কংগ্রেস ক্রমাগত বিজেপি রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদ করছে। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও (Mahua Maitra) এই বিষয়ে বিজেপিকে তীক্ষ্ণ ভাষায় বিঁধেছেন। কৃষ্ণনগরের সাংসদের (Mahua Maitra) বক্তব্য, বিজেপি বাংলা ভাষাকেই ভালবাসতে পারে না, বাংলার মানুষকে ভালবাসতে পারে না। শুধু বিজেপি রাজ্যগুলিতেই পরপর বাংলার শ্রমিকদের আক্রান্ত হয়ে ফিরে আসতে হচ্ছে। অথচ বিভিন্ন রাজ্য থেকে আসা বহু মানুষ বছরের পর বছর ধরে কাজের সূত্রে বাংলায় থাকেন। বাংলার মানুষও ভালবেসে তাঁদের আপন করে নিয়েছেন, একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকছেন।
আরও পড়ুন- ত্রিপুরায় জোট ছেড়ে হুঙ্কার তিপ্রামোথার, বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করতে ব্যর্থ বিজেপি