প্রতিবেদন : ইডি কর্তার মেয়াদ দুই থেকে পাঁচ বছর করা হয়েছে। আদালতের পূর্ব নির্দেশকে অগ্রাহ্য করে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
আরও পড়ুন-আয় বাড়াতে আরও ছ’টি সংস্থার বেসরকারিকরণ করতে চায় কেন্দ্র, জানুয়ারিতেই বাজারে আসছে এলআইসির শেয়ার
বুধবার বেশি রাতে নিজের টুইটারে এই বিষয়ে তিনি সুপ্রিম কোর্টে যে পিটিশন দাখিল করেছেন তার কপির ছবি পোস্ট করেন সাংসদ। ওই পোস্টে তিনি লেখেন যে, ‘ আমি সিবিআই এবং ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছি।
আরও পড়ুন-ভ্যাকসিন না হলে চলতি বছরের ডিসেম্বরের পর আর মিলবে না রেশন, জারি হল নির্দেশ
কেন্দ্রের এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।’ মহুয়া মৈত্র তাঁর আবেদনে লিখেছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সিবিআই ও ইডি’র স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই মেয়াদ বাড়ানোর উদ্দেশ্য একটাই, কেন্দ্রের পছন্দের সঙ্গে সঙ্গতি রেখে কাজ হাসিল করা। তাই এমন সংস্থার পরিচালকদের বাছাই ও বেছে নেওয়ার জন্য বিচক্ষণ হওয়ার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় সরকার আসলে সিবিআই ও ইডির প্রধানদের কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
আরও পড়ুন-লাল ফৌজের থাকার জন্য ভুটান সীমান্তে চারটি গ্রাম গড়েছে চিন
এই সিদ্ধান্ত সংবিধানের সমতা ও জীবনের অধিকারের অধীনে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের নীতি লঙ্ঘন করে। কেন্দ্রের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।’বৃহস্পতিবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালাও এ নিয়ে পিটিশন দায়ের করেছেন। আবেদনে লেখা হয়েছে, “অসৎ পথে এভাবে তদন্তকারী সংস্থাগুলির শীর্ষকর্তাদের মেয়াদ বাড়ানোয় এটাই প্রমাণিত হয় যে তদন্তকারী সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এদের নিরপেক্ষ তদন্তেরও সরাসরি বিরোধিতা করছে। এই ধরনের সিদ্ধান্ত বিচার প্রক্রিয়াকেও ব্যর্থ করার প্রচেষ্টা।”