গুজরাতে বিজেপির সাংসদ এবং বিধায়কদের সঙ্গে একই মঞ্চে বিলকিস বানোর (Bilkis Bano’s rapist) অন্যতম ধর্ষক। ছবি তুলে ধরে ধর্ষকের শাস্তির দাবিতে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। একইসঙ্গে এই ‘রাক্ষস’দের মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেও তুলোধনা করলেন তিনি। সোমবার সকালে ছবি সহ একটি টুইট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। যেখানে দেখা যাচ্ছে, এক অনুষ্ঠানমঞ্চে বসে রয়েছেন গুজরাতের রাজনৈতিক নেতৃবৃন্দ। গুজরাতের দাহোদের বিজেপি সাংসদ জসবন্তসিংহ ভাভোর এবং তাঁর ভাই তথা লিমখেড়ার বিধায়ক শৈলেশ ভাভোর। আর তাদের সঙ্গে মঞ্চে প্রথম সারিতে বসে শৈলেশ ভট্ট, যিনি বিলকিস বানোর অন্যতম ধর্ষক (Bilkis Bano’s rapist) হিসাবে দোষী সাব্যস্ত। বিজেপি নেতাদের সঙ্গে ধর্ষকের এই ছবি তুলে ধরে টুইটারে মহুয়া লেখেন, “বিলকিস বানোর ধর্ষক বিজেপির সাংসদ এবং বিধায়কের সঙ্গে একই মঞ্চে। আমি এই রাক্ষসদের জেলের ভিতর দেখতে চাই, তার পর চাবিটা ছুড়ে ফেলে দিতে চাই। এই শয়তান সরকার, যে বিচারের নামে প্রতারণাকে প্রশ্রয় দেয়, আমি দেখতে চাই তাকে ভোট না দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমি চাই ভারত তাঁর হারানো নীতিবোধ ফিরে পাক।”
আরও পড়ুন: নেতাজি ভবন ঘুরে জোড়াসাঁকোয় রাষ্ট্রপতি, সঙ্গে রয়েছেন রাজ্যপাল-মন্ত্রীরা
গত ১৫ অগাস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে বিলকিস-কাণ্ডে (Bilkis Bano Case) সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। তার আগে, মে মাসে মুক্তির জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত ওই অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতে গুজরাত সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। বিজেপি পরিচালিত গুজরাত সরকার ১১ অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত পায়। অপরাধীদের মুক্তির পর তাদের গলায় মালা পরিয়ে অভ্যর্থনা গেরুয়া শিবির। এরপর থেকেই বিজেপির একাধিক মঞ্চে দেখা যাচ্ছে এই ধর্ষকদের মুখ। এই ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত খতিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া নিজে। এবার এই ছবি তুলে ধরে সরব হলেন মহুয়া।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…