বগটুইকাণ্ডে (Bagtui Case) গ্রেফতার মূল অভিযুক্ত লালন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, শনিবার রাতে ঝাড়খণ্ডের পাঁকুড় থেকে তাকে গ্রেফতার করেন সিবিআইয়ের আধিকারিকরা। আজ, রবিবার তাকে রামপুরহাট আদালতে তোলা হলে লালনকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: হলদিয়ার দুই গ্রামে এখনও পৌঁছায়নি বিদ্যুৎ, অভিযোগ পেয়ে সেখানে গেলেন তৃণমূল নেতা
গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই (Bagtui Case) গ্রামে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। এরপরই রাতে গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। যার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১০ জন গ্রামবাসীর। এরপর এই ঘটনার তদন্তে নামে সিবিআই। জিজ্ঞাসাবাদ করে লালনের নাম উঠে আসে। সিবিআইয়ের চার্জশিটে লালনের নাম ছিল। সেই সূত্র ধরেই লালনকে খোঁজা শুরু করে সিবিআই। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিল লালন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই শনিবার রাতে লালনকে গ্রেফতার করে। রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করানো হয়।