মহারাষ্ট্রের সাতারায় (Satara, Maharashtra) মহিলা চিকিৎসককে ধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। শনিবার গ্রেফতার হয়েছিলেন অপর অভিযুক্ত, এবার অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে (SI) গ্রেফতার করল পুলিশ (Maharashtra Police)। এই দুজনের নাম নিজের হাতে লিখে যান মহিলা চিকিৎসক।
আরও পড়ুন-দিল্লিতে স্কুলের বাইরে বন্দুক দেখিয়ে সহপাঠীকে অপহরণ
ফলটনের সরকারি হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই মূল অভিযুক্তের খোঁজ চলছিল। মৃতা তাঁর হাতের তালুতে আত্মহত্যার কারণ আর অভিযুক্তদের দাম লিখে যান। এখান থেকেই জানা যায় গত পাঁচ মাস ধরে মহারাষ্ট্র পুলিশের এক সাব-ইন্সপেক্টরের তাঁকে চার বার ধর্ষণ করেছেন। তিনি সাতারার যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িমালিকের ইঞ্জিনিয়ারপুত্র তাঁকে মানসিক নির্যাতন করতেন। পরিবারের দাবি, হাসপাতালে অনৈতিক কাজ করতে জোর করা হত চিকিৎসককে।তদন্তে নেমে শনিবার সকালে সাতারা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে পুলিশ। সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয় সন্ধ্যায়। পুলিশের অন্য একটি সূত্র জানাচ্ছে, ফলটন গ্রামীণ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত পুলিশকর্মী।

