কিছুদিন আগেই বেঙ্গালুরুর (Bengaluru) হোয়াইটফিল্ড এলাকায় একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। কমপক্ষে ১০ জন জখম হয়েছিলেন। সেই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকা সন্দেহে এনআইএ এক অভিযুক্তকে আটক করল। আগেও এই মামলায় একজনকে আটক করে জেরা করা হয়েছিল। শব্বির নামে এক যুবককে কর্ণাটকের বেল্লারি জেলা থেকে আটক করা হয়। এই শব্বিরই বিস্ফোরণ ঘটিয়েছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-‘লোভীদের পছন্দ করি না’, বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কয়েকদিন আগেই এই বিস্ফোরণের নেপথ্যে থাকা অপরাধীর ছবি ভাইরাল হয়। বিস্ফোরণের এক ঘণ্টা আগে ক্যাফের সিসিটিভি ফুটেজে তাকে দেখা যায়। সে একটি আসনে ব্যাগ রেখে বেরিয়ে গিয়েছিল। সেই ব্যাগেই বোমা রাখা ছিল বলে পুলিশ জানায়। তদন্তে নেমে পুলিশ এই সন্দেহভাজনকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে। যদিও এখনও সরকারি ভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
আরও পড়ুন-ধূপের কারখানায় বিধ্বংসী আগুন
উল্লেখ্য, মূল অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ চিহ্নিত করেছে। সেখানে দেখা গিয়েছে তার মুখ ঢাকা ছিল। টুপি, মাস্ক, চোখে চশমার ছিল তাই মুখ ঠিক ভাবে দেখা যায়নি। তাঁকে এক প্লেট ইডলি হাতে ক্যাফেতে ঘুরতে দেখা গিয়েছিল। পরে শহরের আরও সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন জায়গায় সেই যুবককে দেখা যায়। তারপরেই গ্রেফতার করা হয় তাকে।